সেলফিন একাউন্ট এর সুবিধা - সেলফিন একাউন্ট খোলার নিয়ম

আমরা কমবেশি সকলেই মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে থাকি। আজকে আমরা সেলফিন একাউন্ট খোলার নিয়ম ২০২৪ সম্পর্কে আলোচনা করব। অনেকে আছেন যারা সেলফিন কি, সেলফি অ্যাকাউন্ট খোলার নিয়ম জানেন না। আপনারা যদি সেলফি একাউন্ট এর সুবিধা সম্পর্কে জানতে চান তাহলে আজকের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
সেলফিন একাউন্ট এর সুবিধা - সেলফিন একাউন্ট খোলার নিয়ম
আপনারা কি সেলফিন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। যদি সেলফি অ্যাকাউন্ট খোলার নিয়ম না জেনে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ।

ভূমিকা

আপনারা সকলে বিকাশ, নগদ, উপায় ইত্যাদি মোবাইল ব্যাংকিং সম্পর্কে জেনে এসেছেন। এটিও বিকাশ, নগদ, উপায় এর মতো মোবাইল ব্যাংকিং অ্যাপ। এটি হল ইসলামী ব্যাংক কর্তৃক ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা অ্যাপ। 
আপনারা সকলে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। ফলে আপনারা মোবাইল ব্যাংকিং হিসেবে ব্যবহার করতে পারবেন। এই মোবাইল ব্যাংকিং সেলফিন অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। 

সেলফিন(Sellfin) কি?

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) কর্তৃক ডিজিটাল ওয়ালেট সার্ভিস অর্থাৎ মোবাইল ব্যাংকিং হল সেলফিন। এটি হতে পারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) গ্রাহকদের জন্য ডিজিটাল ওয়ালেট অর্থাৎ মোবাইল ব্যাংকিং সেবা। 
সেলফিন এর সাহায্যে ব্যাংক একাউন্ট খোলা,ব্যালেন্স ট্রান্সফার করা,স্টেটমেন্ট দেখা,বিল পরিশোধ করা,চেকের জন্য আবেদন করা,মোবাইল টপআপ ,সেলফিন কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা উত্তোলন সকল কিছু করা যায়। এছাড়া আরো অনেক সুযোগ-সুবিধা রয়েছে এই ইসলামী ব্যাংকের অ্যাপটিতে। আর এই অ্যাপটি হলো সেলফিন।

সেলফিন একাউন্ট খোলার জন্য কি লাগবে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) ব্যাংকে যাওয়া ছাড়াও আপনারা এই অ্যাপটিতে একাউন্ট খুলতে পারবেন। আর একাউন্ট খোলার জন্য কি কি শর্ত রয়েছে বা নিয়ম রয়েছে তা নিম্ন উল্লেখ করা হলো।
  • আপনার বয়স যদি ১৮ নিচে হয় তাহলে একাউন্ট খুলতে পারবেন না। বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।
  • আপনার অবশ্যই জাতীয় পরিচয় পত্র বা এন আইডি কার্ড থাকতে হবে।
  • যে নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি সচল থাকতে হবে।
  • আর অবশেষে আপনার একটি স্মার্টফোন থাকতে হবে যেখানে সেলফিন অ্যাপ ব্যবহার করা যায়।

সেলফিন একাউন্ট খোলার নিয়ম

আমরা এখন মূল পর্যায়ে চলে এসেছি। যা আপনারা জানতে চেয়েছেন সেলফিন অ্যাকাউন্ট খোলার নিয়ম। সেলফি্ন অ্যাকাউন্ট খুলতে আপনাকে প্রথমে স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আপনাকে কিছু স্টেপ মেনে চলে একাউন্ট খুলতে হবে।
  • আপনার স্মার্টফোনে google play store থেকে সেলফিন অ্যাপ ইন্সটল করুন।
  • অ্যাপ ইন্সটল করা হলে অ্যাপটি ওপেন করুন।
  • এরপর ওপেন করার পর দেখতে পাবেন রেজিস্ট্রেশন অপশন সেখানে ক্লিক করুন।
  • এবার মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার প্রদান করুন।
  • একটুপর আপনাকে মোবাইলে ম্যাসেজে ওয়ান টাইম সিকিউরিটি কোড দেয়া হবে যা মূলত ভেরিফিকেশন কোড।
  • ভেরিফিকেশন কোডটি প্রদান করে ভেরিফাই করুন এবং এগিয়ে যান পরবর্তী পর্যায়ে।
  • এবার আপনার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড এর সামনে ও পেছনে দুই দিকে ছবি তুলে সাবমিট করুন। ছবি অবশ্যই ক্লিয়ার এইচডি হতে হবে। সাবমিট করার পর আপনার তথ্য সামনে দেখাবে। আপনি তথ্যগুলো যাচাই করে দেখে নিবেন যদি ভুল থাকে সেখানে ঠিক করবেন।
  • এবার আপনাকে বিকাশ অ্যাপ এর মত নিজের সেলফি নিতে হবে। সেলফি নেওয়ার সময় যেন চশমা পড়া না থাকে। চশমা পরলে ভেরিফিকেশনে সমস্যা হবে।
  • সেলফি ভেরিফিকেশন হওয়ার পর নেক্সট অপশন এ ক্লিক করে সাবমিট করুন।
এভাবে স্টেপ বাই স্টেপ ঠিকভাবে সকল তথ্য সাবমিট করলে আশা করা যায় ২৪ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট একটিভ হয়ে যাবে অর্থাৎ সেলফিন অ্যাকাউন্ট খুলে যাবে। মাঝে মাঝে সার্ভারের সমস্যার কারণে অ্যাকাউন্ট খুলতে ৪৮ ঘন্টা সময় লাগে।

সেলফিন একাউন্ট এর সুবিধা

সেলফিন একাউন্ট এর সুবিধা রয়েছে যা আপনাকে অ্যাকাউন্ট খোলার আগে জেনে নিতে হবে। চলুন জেনে নেই সেলফিন অ্যাকাউন্ট খোলার সুবিধা।
  • মোবাইল অ্যাপ্লিকেশন আপনাকে দ্রুত আর্থিক লেনদেন করতে দেয়।
  • আপনি ঘরে বসেই যেকোনো ধরনের বিল পরিশোধ করতে পারবেন।
  • যেকোনো মোবাইল অপারেটরে অর্থাৎ সিমে রিচার্জ করা যাবে।
  • বাণিজ্যিক চালান পেমেন্ট যে কোনো তালিকাভুক্ত মল বা অনলাইন দোকানে করা যেতে পারে।
  • আপনি অন্য কাউকে টাকা পাঠাতে বলতে পারেন।
  • আপনি দেশের যেকোনো স্থানীয় নম্বর ব্যবহার করে অন্যান্য সেলফিন ব্যবহারকারীদের কাছে অর্থ স্থানান্তর করতে পারেন।
  • এই অ্যাপ্লিকেশনটি বিদেশ থেকেও ব্যবহার করা যেতে পারে।
  • দেশে আপনি ভিসা কার্ড ব্যবহার করতে পারেন।
  • সেলফিনে থাকে ফ্রি ভার্চুয়াল ভিসা কার্ড

সেলফিন চার্জ

সেলফিনে বেশিরভাগ সার্ভিস ফ্রিতে গ্রাহকদের প্রদান করা হয়ে থাকে। তবে কিছু সেবা রয়েছে যাতে কিছু পরিমাণ চার্জ প্রযোজ্য। চলনা কথা না বাড়িয়ে জেনে নেই সেলফিনের কিছু চার্জ সম্পর্কে।
  • সেলফিন অ্যাপ থেকে আপনারা  ব্যালেন্স বা স্টেটম্যান্ট ফ্রিতে দেখতে পারবেন।
  • আপনারা বিল পেমেন্ট ফ্রিতে করতে পারবেন কোন চার্জ ছাড়াই।
  • NPSB থেকে ইসলামী ব্যাঙ্ক বাদে অন্য কোনও ব্যাঙ্কে তহবিল স্থানান্তরের জন্য ফি দিতে হবে, সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা।
  • EFT এর জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফি হল ১০ টাকা এবং ১০০ টাকা চার্জ যথাক্রমে।
  • এটিএম থেকে টাকা তোলা ফ্রি সেলফিন ব্যবহার করলে।

শেষ কথা

সেলফিন একটি ডিজিটাল ওয়ালেট সার্ভিস। যা মূলত ইসলামী ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত। আপনারা অলরেডি জেনে এসেছেন যে সেলফিন অ্যাপ কত সুযোগ সুবিধা দিয়ে থাকে। উপরের নিয়ম অনুযায়ী সেলফি্ন অ্যাকাউন্ট খুলবেন এবং অন্যদের খুলতে সাহায্য করুন। তাই আর্টিকেলটি পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের তথ্য পেতে ওয়েবসাইটটি ভিজিট করুন।

Share this post (এই পোস্ট শেয়ার করুন)

See previous post (আগের পোস্ট দেখুন) See next post (পরবর্তী পোস্ট দেখুন)
No one has commented on this post yet (কেউ এখনও এই পোস্টে মন্তব্য করেনি)
Click here to comment (মন্তব্য করতে এখানে ক্লিক করুন)

Comment in accordance with Help Crown's Privacy Policy. Every comment is reviewed.

Help Crown - গোপনীয়তা নীতি অনুসারে মন্তব্য করুন। প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়.

comment url