Norix 1 এর কাজ কি - নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
প্রিয় পাঠকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আমাদের মধ্যে
যারা নতুন দম্পত্তি রয়েছেন তারা হয়তো অনেকেই জানতে চাই যে Norix 1 এর কাজ কি -
নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। তাদের জন্য এই বিষয়
সম্পর্কে জেনে নেওয়া জরুরী। আগামীতে যারা বিয়ে করবেন তাদেরও এই সম্পর্কে জেনে
নেওয়া উচিত।
তাই আজকের পোষ্টে আপনাদের সুবিধার জন্য Norix 1 এর কাজ কি - নোরিক্স ট্যাবলেট
খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো। এছাড়াও এই পোষ্টে আমরা
নোরিক্স কি, নোরিক্স পিল এর দাম কত, নোরিক্স ট্যাবলেট খেলে কি হয়, নোরিক্স
ট্যাবলেট মাসে কয়টা খাওয়া যায়, নোরিক্স পিল খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়াসহ
নোরিক্স সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করেছি।
পোষ্ট সূচিপত্রঃ Norix 1 এর কাজ কি - নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
- ভূমিকা
- নোরিক্স কি
- নোরিক্স পিল এর দাম কত?
- Norix 1 এর কাজ কি - নোরিক্স কিভাবে কাজ করে
- নোরিক্স ১ পিল এর দাম কত?
- নোরিক্স ট্যাবলেট খেলে কি হয়?
- নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
- নোরিক্স পিল খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া
- নোরিক্স যারা খেতে পারবেন - যারা খেতে পারবেন না
- নোরিক্স ১ পিলের কার্যকারিতা সময় কত?
- নোরিক্স ট্যাবলেট প্রতি মাসে কয়টা খাওয়া যায়?
- নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর পিরিয়ড হয়
- নোরিক্স খেলে কি বাচ্চা হয়
- লেখকের শেষকথা
ভূমিকা
আপনি যদি নোরিক্স পিল সেবন করার সিদ্ধান্ত গ্রহন করে থাকেন, তাহলে নোরিক্স পিল
সম্পর্কে যে তথ্যগুলো না জানলেই নয় সেগুলো অবশ্যই জেনে নিতে হবে। কারণ প্রতিটা
ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া অর্থাৎ প্রতিটা মেডিসিনেই পার্শ্ব
প্রতিক্রিয়া রয়েছে। তাই নোরিক্স ট্যাবলেট এর কাজ কি এবং নোরিক্স ট্যাবলেট
খাওয়ার সঠিক নিয়ম অবশ্যই জেনে নিতে হবে।
প্রিয় পাঠক, আপনি যদি Norix 1 এর কাজ কি - নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
সম্পর্কে জেনে না থাকেন, তাহলে গুরুত্ব সহকারে পুরো পোস্টটি শুরু থেকে একেবারে
শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আসুন, আর বেশি কথা না বাড়িয়ে প্রথমে নোরিক্স
সম্পর্কে সংক্ষেপে জেনে নেই।
নোরিক্স কি
নোরিক্স হচ্ছে এমন একটি ওষুধ যেটি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে সাহায্য করে
থাকে। বর্তমান বাজারগুলোতে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত গর্ভনিরোধক পিল বা
ট্যাবলেট পাওয়া যায়। যেগুলো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে। এখন হয়তো অনেকেরই
মাথায় একটা প্রশ্ন ঘুরপাক করছে সেটি হচ্ছে বর্তমান বাজারে নোরিক্স ছাড়াও কি
কি পিল পাওয়া যায়?
এর উত্তর হলো মায়া বড়ি, ফেমিকন, ফেমিপিল ইত্যাদি। এগুলো মহিলারা তাদের গর্ভধারণ
রোধ করতে ব্যবহার করে থাকে। তবে জেনে রাখা জরুরি যে এই পিল বা ট্যাবলেটগুলো
ব্যবহার করলে গর্ভধারণের আশঙ্কা থেকে যায়। কিন্তু, নোরিক্স পিল গর্ভধারণ রোধে
১০০ ভাগের মধ্যে ৯৯ ভাগ নিশ্চয়তা দেয়।
বর্তমানে বাজারগুলোতে বিভিন্ন ধরনের নোরিক্স পিল পেয়ে যাবেন যেমন নোরিক্স,
নোরিক্স ১, নোরিক্স ১.৫ ইত্যাদি। আশা করি নোরিক্স সম্পর্কে সংক্ষেপে ধারণা
পেয়েছেন। এবার চলুন, Norix 1 এর কাজ কি? সেই সম্পর্কে জেনে নেই।
Norix 1 এর কাজ কি - নোরিক্স কিভাবে কাজ করে
আমরা ইতিমধ্যে নোরিক্স ট্যাবলেট সম্পর্কে জেনে নিয়েছি। অনেকেই জানতে চাই যে
Norix 1 এর কাজ কি বা নোরিক্স কিভাবে কাজ করে? এটি ইমারজেন্সি গর্ভনিরোধক পিল
হিসেবে পরিচিত। Norix 1 এর আসল কাজ হচ্ছে গর্ভাবস্থা প্রতিরোধ করা অর্থাৎ
অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি রোধ করার জন্য নোরিক্স পিল ব্যবহার হয়ে থাকে।
বেশিরভাগ চিকিৎসকরা অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি রোধ করার জন্য এই পিল সেবন
করার পরামর্শ দিয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন, Norix 1 এর আসল কাজই হলো
অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ বা জন্মনিয়ন্ত্রণ করা। আশা করছি আপনার প্রশ্নের
উত্তর জানতে পেরেছেন। এবার আসুন, নোরিক্স পিল বা ট্যাবলেট এর দাম কত সেটি জেনে
নেই।
নোরিক্স ১ পিল এর দাম কত?
বর্তমানে নোরিক্স ১ পিল বা ট্যাবলেট সঠিক দাম কত? এটি অনেকেই জানতে চাই। এখন
নোরিক্সে বর্তমান বাজার মূল্য আপনাদের জানাব। নোরিক্স ১ এর প্রস্তুতকারক হচ্ছে
জেনফার বাংলাদেশ লিমিটেড এবং এসএমসি (SMC) কোম্পানির পন্য। নোরিক্স পিলের
বর্তমান বাজার মূল্য হচ্ছে ৬০ টাকা। প্রতি প্যাকেটে ৩ টি পিল থাকে। প্রতি পিচ
৬০ টাকা হলে প্রতি প্যাকেটের দাম ১৮০ টাকা।
কিছু কিছু সময়ে কম-বেশি হতে পারে। একটি বক্সে একটি মাত্রই ট্যাবলেট পাবেন।
আপনার পার্শ্ববর্তী বা আশেপাশের ফার্মেসি এইগুলোতে নোরিক্স পিল বা ট্যাবলেট
পেয়ে যাবেন। আপনারা ফার্মেসি গুলোতে নোরিক্স ১ পিল ক্রয় করার আগে দামটি
অবশ্যই মনে রাখবেন। যাতে আপনার কাছে বেশি দামে বিক্রি করতে না পারে। এবার
আসুন, নোরিক্স ট্যাবলেট খেলে কি হয় সেই বিষয়ে জেনে নেই।
নোরিক্স ট্যাবলেট খেলে কি হয়?
আপনি যদি এই পোষ্টটি একেবারে শুরু থেকে পড়ে থাকেন, তাহলে নিশ্চই এতক্ষনে
নোরিক্স এর কাজ কি, এর দাম কত জেনে নিয়েছেন। এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে নোরিক্স
ট্যাবলেট খেলে কি হয়? একজন মহিলা হিসেবে আপনি যদি কখনও অনাকাঙ্ক্ষিত কিছু
মুহূর্তের সম্মুখীন হন অর্থাৎ আপনি যদি মিলনের আগে জন্মনিরোধক ব্যবস্থা গ্রহণ
না করেন তাহলে নোরিক্স পিল সেবন করাটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই পিল
সেবন করলে আপনি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে রক্ষা পাবেন।
আরো পড়ুনঃ ফোড়া কেন হয় - পাছায় ফোড়া হলে করণীয় কি
এ পিলটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোন ফার্মেসির দোকান থেকে ক্রয় করতে
পারবেন। তবে জেনে রাখা ভালো, এই ওষুধটি সেবন করার পূর্বে আপনার উচিত হবে
যথাসম্ভব অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা। আশা করছি, বিষয়টি
ক্লিয়ার হয়েছেন। এবার চলুন, নোরিক্স ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই।
নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
আমাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছেন যারা নোরিক্স ট্যাবলেট এর কাজ কি বা
নোরিক্স ট্যাবলেট খেলে কি এই বিষয়ে জানেন কিন্তু নোরিক্স ট্যাবলেট খাওয়ার
সঠিক নিয়ম অনেকেই জানি না। নোরিক্স ট্যাবলেট খাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে।
আর যেকোন ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই সেই ওষুধ খাওয়ার নিয়ম জেনে নেওয়া
জরুরী।
নোরিক্স তার ব্যতিক্রম নয়। নোরিক্স ট্যাবলেট বা পিল খাওয়ার বেশ কিছু নিয়ম
রয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো-
- মিলনের সময় যদি আপনি অথবা আপনার সাথী কোন জন্মনিরোধক পদ্ধতি গ্রহন না করেন তাহলে সেক্ষেত্রে নোরিক্স ১ ট্যাবলেট মিলনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সেবন করতে হবে।
- আপনি ঝুঁকি নিতে না চাইলে, অবশ্যই ১২ ঘণ্টার মধ্যে এই পিলটি সেবন করার চেষ্টা করতে হবে।
- সব সময় ইমারজেন্সি অবস্থায় এই পিলটি সেবন করার চেষ্টা করতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিত এই পিল সেবন করবেন না। এই পিল সেবনে্র ফলে মেয়েদের ঝুঁকি থাকে।
- মিলনের সময় সঠিকভাবে প্রটেকশন ব্যবহার না করলে পরবর্তী ১২ ঘন্টা অথবা ৪৮ ঘণ্টার মধ্যে এই পিল সেবন করতে হবে। তবে কিছু কিছু সময়ে ৭২ ঘণ্টার মধ্যে সেবন করলেও হবে।
তবে অবশ্যই মনে রাখবেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত নোরিক্স পিল সেবন
করা একেবারেই উচিত হবে না। কারন এর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
তাই যথাসম্ভব নোরিক্স পিল সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ দিতে
হবে। এ পর্যায়ে আমরা নোরিক্স পিল খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিব।
নোরিক্স পিল খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া
আমরা জানি নোরিক্স ট্যাবলেট বা পিল অনাকাঙ্ক্ষিত জন্মনিরোধক হিসেবে বেশ ভালো
উপকারী তবুও এই ওষুধ সেবন করার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। প্রতিটা
ওষুধেরই ভালো ও খারাপ উভয় দিকই রয়েছে। নোরিক্স পিল খাওয়ার
পার্শ্বপ্রতিক্রিয়াগুলো নিম্নে উল্লেখ করা হলো-
- প্রচন্ড মাথা ব্যথা
- বমি বমি ভাব
- অবসন্নতা অনুভব করা
- তল পেটে ব্যথা অনুভব করা
- সব সময় ঝিমানো ভাব হওয়া
- স্ত*নে ব্যাথা হওয়া
- এমনকি কিছু কিছু সময়ে এই ওষুধ ব্যবহারে ভুল হলে সেবনকারীর যো*নিপথে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, নোরিক্স পিল সেবন করার পরে উপযুক্ত আর সব
প্রতিক্রিয়া গুলো জটিলভাবে দেখা দিলে অবশ্যই দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন
হতে হবে। আশা করছি, আপনারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন।
নোরিক্স যারা খেতে পারবেন - যারা খেতে পারবেন না
যারা খেতে পারবেন: এক্ষেত্রে যারা মিলনের
সময় জন্মনিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ব্যবহার করেন নি একমাত্র তারাই খেতে
পারবেন। আবার যারা মিলনের সময় অনাকাঙ্ক্ষিত ভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
নষ্ট হয়ে গেছে বা ছিড়ে গেছে সেক্ষেত্রে তারা খেতে পারবেন। যারা নিয়মিত পিল
ব্যবহার করেন কিন্তু পরপর ২ থেকে ৩ দিন জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে ভুলে গেছেন
তারা খেতে পারবেন।
যারা খেতে পারবেন না: প্রথমত যাদের এলার্জিজনিত সমস্যার রয়েছে
তাদের এই পিল সেবন করা যাবে না। যারা দুই বা ততোধিক গর্ভধারণ করেছেন তাদের এই
পিল সেবন করা উচিত হবে না। আবার যাদের পিরিয়ড অনিয়মিত বা পিরিয়ডের সময় অনেক
বেশি রক্ত যায় তারা এটি খেতে পারবেন না।
আশা করছি, আপনারা এই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন। তাহলে এবার আসুন, নোরিক্স ১
পিলের কার্যকারিতা সময় কত? সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
নোরিক্স ১ পিলের কার্যকারিতা সময় কত?
নোরিক্স ১ পিলের কার্যকারিতা সময় কত? এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চাই।
তাই আপনাদের সুবিধার্থে আজকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিব। এই
প্রশ্নের উত্তরটি হচ্ছে যদি সহ*বাসের আগে কোন ধরনের গর্ভনিরোধক ব্যবস্থা
গ্রহণ না করা হয় কিংবা ব্যবহার করতে ভুলে গেলে সহ*বাসের পরবর্তী ৭২ ঘণ্টার
মধ্যে নোরিক্স ১ ট্যাবলেট সেবন করতে হবে।
তাহলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার কোন কোন বিশেষজ্ঞরা বলেছেন
আগামী ৫ দিনের মধ্যে এই পিল খেলেও প্রেগনেন্সির কোনো সম্ভাবনা থাকবে না। তবে
এক্ষেত্রে চিকিৎসকরা সম্পূর্ণরূপে নিশ্চয়তা দেয়নি। তারা বলেন যে
আপনি যদি সহ*বাসের ৩ দিন বা ৭২ ঘন্টার মধ্যে এই নোরিক্স পিলটি সেবন
করেন হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি, বুঝতে
পেরেছেন।
নোরিক্স ট্যাবলেট প্রতি মাসে কয়টা খাওয়া যায়?
এ পর্যায়ে নোরিক্স ট্যাবলেট মাসে কয়টা খাওয়া যায় আমরা সেই বিষয়ে
জেনে নেব। আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি যে নোরিক্স পিল হচ্ছে এক
ধরনের ইমারজেন্সি গর্ভনিরোধক পিল। তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই
পিলটি শুধু ইমার্জেন্সি সময় গুলোতে খেতে হবে।
কখনো কখনো অনেককে এক মাসে ৪ থেকে ৫টি খেয়ে ফেলেন। যারা এই কাজ করেন
তারা জেনে রাখুন যে যেহেতু নোরিক্স পিলে বেশ ভালো পার্শ্ব প্রতিক্রিয়া
রয়েছে তাই প্রতি মাসে একটির বেশি সেবন করা উচিত নয়। আবার ইমারজেন্সির
সময়ে আপনি যদি এই নোরিক্স পিল সেবন করেন তাহলে আপনার পিরিয়ড মিস বা
অনিয়মিত হয়ে যেতে পারে।
পিরিয়ড পরবর্তীতে নিয়মিত না হওয়া পর্যন্ত এই ট্যাবলেট সেবন করা উচিত নয়।
এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ভালো না হওয়া পর্যন্ত আরেকটি নোরিক্স পিল
সেবন উচিত না। অতএব, মূল বিষয় হচ্ছে ইমারজেন্সি বা জরুরী অবস্থা
ছাড়া এই পিল খাওয়া যাবে না। এক্ষেত্রে প্রতি মাসে আপনি ১টি সেবন করতে পারবেন।
এখন আসুন, নোরিক্স পিল খাওয়ার কতদিন পর মাসিক হয় সেটি জেনে নেই।
নোরিক্স ১ পিল খাওয়ার কতদিন পর পিরিয়ড হয়
নোরিক্স ১ পিল সাধারনত অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে ব্যবহার করা হয়। জেনে
রাখা ভালো এই পিল পিরিয়ড বা মাসিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়
না। প্রতিটা ইমারজেন্সি পিলে কোন না কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
এই পিল সেবনে পিরিয়ড বা মাসিক অনিয়মিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
নির্ধারিত সময়ের পরে অথবা আগে পিরিয়ড হওয়ার সম্ভাবনা আছে। তবে চিন্তার কোন
কারণ নেই। পিরিয়ড যদি নির্ধারিত সময়ে না হয় তাহলে হয়তো ৫ থেকে ৭ দিন
অথবা সর্বোচ্চ ১০ দিন পরে হতে পারে। যদি এর মধ্যে না হয় হয় তাহলে
আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আশা করি, বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।
এবার চলুন, নোরিক্স খেলে কি বাচ্চা হয়? সেই বিষয়ে জেনে নেই।
নোরিক্স খেলে কি বাচ্চা হয়?
নোরিক্স খেলে কি বাচ্চা হয়? এই প্রশ্নের উত্তর অনেকেই গুগলের কাছে জানতে চান।
তাই আমরা এই পোষ্টে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই পোষ্টে
আপনারা সঠিক উত্তর জেনে নিতে পারবেন। বর্তমানে এই পিলটি অনেক প্রচলিত।
আপনাদের প্রশ্ন হচ্ছে নোরিক্স খেলে কি বাচ্চা হয়? উত্তর না। নোরিক্স ১ সেবনে
বাচ্চা হয় না।
এমতবস্থায় আপনার মনে হয়তো আরেকটি প্রশ্ন জাগতে পারে সেটি হচ্ছে নোরিক্স
খেলে কি গর্ভধারণ ক্ষমতা হারিয়ে ফেলব? না, এই পিল সেবনে গর্ভধারণ ক্ষমতা
হারায় না। তবে এটি শুধু সম্ভাবনামূলক গর্ভবতী হওয়ার ঝুঁকি রোধ করে।
আশা করছি, এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন।
লেখকের শেষকথাঃ Norix 1 এর কাজ কি - নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
পরিশেষে বলব যে, আপনি যদি কোন জটিল রোগের ক্ষেত্র ওষুধ বা মেডিসিন ব্যবহার
করতে চান, তাহলে ব্যবহারের আগে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
নিতে হবে। ওষুধের সঠিক ব্যবহারে সবসময় ভালো ফলাফল পাওয়া যায়। প্রিয় পাঠক,
আমরা ইতিমধ্যে Norix 1 এর কাজ কি - নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম
সম্পর্কিত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে উপরে আলোচনা করেছি।
আশা করছি, আপনারা এতক্ষণে Norix 1 এর কাজ কি - নোরিক্স ট্যাবলেট খাওয়ার
নিয়ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ও বুঝতে পেরেছেন। আপনি যদি এই
পোষ্টের কোন অংশ বুঝে না থাকেন, তাহলে এই পোষ্টের কমেন্ট সেকশনে জানিয়ে
দিবেন। তাহলে, আমরা সেই অংশটুকু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা
করব।
Norix 1 এর কাজ কি - নোরিক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কিত আমাদের এই
পোষ্টটি আপনার যদি পছন্দ হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। এতে অন্যরাও
উল্লিখিত বিষয়গুলো জানতে পারবেন। এতে তারাও উপকৃত হতে পারবেন। এ ধরণের
বিভিন্ন ওষুধ সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ
আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকার অনুরোধ রইলো। ধন্যবাদ।
Comment in accordance with Help Crown's Privacy Policy. Every comment is reviewed.
Help Crown - গোপনীয়তা নীতি অনুসারে মন্তব্য করুন। প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়.
comment url