নগদ কাস্টমার কেয়ার নাম্বার - নগদ কোড নাম্বার জেনে নিন

আসসালামু আলাইকুম। নগদ একাউন্ট ব্যবহার করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আমাদের নগদ কাস্টমার কেয়ার নাম্বার প্রয়োজন হয়। এই নাম্বারটির মাধ্যমে আমরা নগদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি। নগদ তাদের কাস্টমারকে ভালো সেবা প্রদান করার জন্য তারা নগদ কাস্টমার কেয়ার নাম্বার এর ব্যবস্থা করে রেখেছে। আপনারা যারা নগদ কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে জানতে চান। তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার- নগদ কোড নাম্বার
এই আর্টিকেলটি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়লে আপনি বাংলাদেশের সকল বিভাগ আগের নগদ কাস্টমার কেয়ার নাম্বার এবং তাদের অবস্থান সম্পর্কে জানতে পারবে। জানতে পারবেন, খুলনা, চট্টগ্রাম , রংপুর, সিলেট, বরিশাল, ঢাকা, বগুড়া, রাজশাহী সকল বিভাগের নগদ কাস্টমার কেয়ারের লোকেশন। চলুন তাহলে,জানা যাক।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার

নগদ কাস্টমার কেয়ার এর নাম্বার হলো 16167. আপনারা যারা নগদ একাউন্ট ব্যবহার করে থাকেন। বিভিন্ন প্রয়োজনে, তাদের প্রত্যেকেরই মাঝেমধ্যে নগদ কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করতে হয়। সাধারণ নাম্বার এর মত নগদ কাস্টমার কেয়ারের নাম্বার কঠিন না। আপনারা চাইলে ফোনে নাম্বারটি সেভ না করে, মনে রাখতে পারবেন।

যদি আপনারা নাম্বারটি মনে রাখেন তাহলে আপনার ফোন থেকে যদি নাম্বারটি কোন কারনে ডিলেট ও হয়ে যায় তাও আপনারা নগদ কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করতে পারবেন। যদি আপনি 16167 নাম্বারটি দ্বারা নগদ কাস্টমার কেয়ার এর সাথে যোগাযোগ করতে অসক্ষম হন, তাহলে আপনার আরা 09609616167 নাম্বারটি ব্যবহার করতে পারেন। নগদ কাস্টমার কেয়ার এর 09609616167 নাম্বারটির মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার খুলনা বিভাগের সকল শাখা

আপনারা যারা খুলনার কাস্টমার কেয়ার এর অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য খুলনা কাস্টমার কেয়ারের অবস্থা নিচে দেওয়া হল। নিচে বর্ণিত তাদের যেকোন একটি শাখায় গিয়ে আপনি সঠিক সার্ভিসটি নিতে পারবেন। খুলনা বিভাগের অবস্থান, আকিজ উদ্দিন হাসপাতাল, আরও বোখালী, খুলনা। সময়: সকাল.৯.00 টা -.৫ টা খোলা থাকে।
  1. খুলনা কাস্টমার কেয়ারের প্রথম লোকেশনঃ Anar Bugh, 47 Municipal Tank Road, Khulna
  2. খুলনা কাস্টমার কেয়ারের দ্বিতীয় লোকেশনঃ 30 বিডিকে রোড, প্লট 30, ব্লক-বি, বিসমিল্লাহ ভাবান, খালিশপুর, খুলনা।
  3. খুলনা কাস্টমার কেয়ারের তৃতীয় অবস্থানঃ 38/Ka, Ibrahim Mia Road, Shibbari Mor, Khulna.
আশা করছি আপনি এই তিন লোকেশন যে কোন একটিতে গেলেই কাস্টমার সার্ভিসটি নিতে পারবেন।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার চট্টগ্রাম বিভাগের সকল শাখা

নগদ কাস্টমার কেয়ার চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগের সকল নগদ কাস্টমার কেয়ারের ঠিকানা নিচে দেওয়া হল। সম্পূর্ণ ঠিকানাটি করার মাধ্যমে উপকৃত হবেন।
  1. Elite Motors, 3rd floor, Oxygen Cercle, Sekandar Center, Byzid, Chittagong
  2. Shitakunda Uttar Bazar, Chittagong; Taher Manjil - 04, Ground Floor, Godown Road
  3. Agrabad, Chittagong, 405, Southland Centre, 3rd floor
  4. Agrabad, Chittagong, 405, Southland Centre, 3rd floor
  5. Bandarban Bazar, 2 no Goli, Bandarban, Chittagong-4600
  6. Nagad Distributor Office: Hazi Nasir Mansion, Behind Bartasari Market, Nowapara, Pathherhat, Raojan, Chittagong
  7. Nagad Distributor Office: Hazi Nasir Mansion, Behind Bartasari Market, Nowapara, Pathherhat, Raojan, Chittagong
  8. Origin Distribution Co., Road-04, House-08, Nasirabad H/S, Chittagong
  9. Seed Cash Enterprise is located at 669/E Jhautala Road, Level 2, BGMEA Center, Khulshi, Chittagong.
  10. Agrabad, Chittagong, 405, Southland Centre, 3rd floor
  11. Noju Monjil, 1st Floor (Right Sight-1), Khaja Road (Beyond Hasan Bakery), Chandigaon, Chittagong।
  12. Chittagong, Mirsorai Pouro Sadar, Unit-2, Niloy Shopping Complex (2nd Floor).

নগদ কাস্টমার কেয়ার নাম্বার রংপুর বিভাগের সকল শাখা

রংপুর বিভাগের যেসব এলাকায় নগদের কাস্টমার কেয়ার আছে সেগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রয়োজনের তাগিতে আমরা এগুলো ব্যবহার করতে পারব। রংপুর বিভাগের নগদ কাস্টমার কেয়ারের ঠিকানা দেওয়া হলোঃ
Customer service number and address for Rangpur Nagad: Rangpur prothan Postoffice-5400, Modhubon, Rangpur। Office hours: 9:00 am–2:00 pm
  1. First floor, House #340, Road #01, Mulatol Pukur Par, Rangpur Sadar, Rangpur
  2. Residence Name: Ashroy; Residence Number: 69; Senpara; Rangpur Sadar; Rangpur
  3. Adu Kawsar Md. First-floor Don Villa, Kotoali Thana's neighbor, Moshan Kali Mondir Road, Kalitoula, Dinapur Sadar, Dinaput
  4. 330 C & B Road, Golapbag, Gobindaganj, Gaibandha;
  5. HT Enterprise is located next to the Kalitola Bus Stand at Nilphamari Sadar, Nilphamari, Panchagarh, on Mohila College Road.

নগদ কাস্টমার কেয়ার নাম্বার সিলেট বিভাগের সকল শাখা

আপনারা যারা সিলেটে রয়েছেন তাদের জন্য নগদ কাস্টমার কেয়ারের নাম্বার এখানে দেওয়া হল। প্রত্যেক সিলেটের বাসিন্দা এই কাস্টমার কেয়ার ব্যবহার করে উপকৃত হতে পারবেন। Level 2, Lane 1 at Beanibazar, New Market, Sylhet. 124/125, Rose View Complex, Ground Floor, Shahjalal Uposhahar, Sylhet; Dewan Complex (4th floor), Airport road, Amberkhana, Sylhet-3100. Zindabazar, Sylhet; Blue Water Shopping City, 7C, Level-6.

নগদ কাস্টমার কেয়ার নাম্বার বরিশাল বিভাগের সকল শাখা

নিজে উল্লেখিত কাস্টমার কেয়ারের ঠিকানা গুলো হলো বরিশাল বিভাগের অর্থাৎ বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত নগদ কাস্টমার কেয়ার গুলোর তালিকা নিচে রয়েছেঃ নগদ কাস্টমার কেয়ার বরিশাল, ঠিকানা: ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল।
  1. Customer service address for Nagad in Barisal is Fazlul Haque Avenue, Bangladesh Bank, Abdur Rahman Road, Hettagram 4000, Hettagram-Putuakhali.9.00 a.m. to 5:00 p.m.Risal磻 Work Hours: 9:00 a.m.–5:00 p.m.
  2. Hettagram-Putuyakhali Nagad Customer CareLocation:

নগদ কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা বিভাগের সকল শাখা

আপনারা যারা নগদ কাস্টমার কেয়ারের ঢাকা বিভাগের জানতে চেয়েছেন । তাদের জন্য, ঢাকা বিভাগের কাস্টমার কেয়ার সেবাটির ঠিকানা নিচে দেওয়া হবে।
আরো পড়ুনঃ
নগদ কাস্টমার কেয়ার বনগোবন্ধু অ্যাভিনিউ-ঢাকা এর ঠিকানাটি হল: বনগোবন্ধু অ্যাভিনিউ ১০০০ (বেসাইট বায়তুল মোকারাম মসজিদ) কাউন্টার নং -২৭. নগদ কাস্টমার কেয়ার সার্ভিস এর অফিসের সময়: সকাল .৯.00 টা থেকে.৩.00 টা। নগদ কাস্টমার কেয়ার বনানী-ঢাকা এর ঠিকানাটি হল: বনানী ডাকঘর (বাস স্ট্যান্ডের পাশের) ঢাকা -1213। নগদ কাস্টমার কেয়ার সার্ভিস এর অফিসের সময়: সকাল.৯.00 টা -.৫ টা।
ঢাকা বিভাগের কাস্টমার কেয়ার সার্ভিস এর অবস্থান সমূহ নিচে দেওয়া হলঃ
  1. In addition to Ansar Field, Dhaka, Birampur, and Dinapur
  2. Hazi Market, Bagbari, Dhaka, 2nd Floor Principal Road of Raipur, Sadar, Lakshmipur-3700
  3. 220/3/A, Amtola South Pirerbag, Second Floor, 60-foot Main Road, Mirpur, Dhaka-1216
  4. Talbagh, Thana Bus Stand, Morden Plaza, D-136, 1st Floor, Savar, Dhaka-1340
  5. Holding No. 78 (Chowdhury Villa), Zigatola, Hazaribag, Dhaka-1209, Tannery Road
  6. Primary School Road, Jamgora Chowrasta, Asulia, Dhaka; Friends Tower (2nd Floor).
  7. Ashulia, Samar, Dhaka; Friends Tower, 2nd Floor, Primary School Road, Jamgora Chowrasta
  8. Finex Distribution, 27/F Monipuripara, Tejgoan, Dhaka-1215; AFZA Tower, Flat- 5/B (5th Floor).
  9. Uttarkhan, Dhaka-1230; House No. 841, Shah Kabir Mazar Road (beside DESCO Office), Uttarkhan
  10. Uttara, Dhaka; House #43, Ground Floor; Road #12, Sector #13.
  11. UTTARA - DHAKA Road #12, House #29, Sector #13,
  12. Section # 10, House # 8, Flat # 1-B, Avenue # 1, Block - A, Mirpur, Dhaka – 1216
  13. Ground floor, Oasis Bhabon, Dhaka-Tangail High Way, Pili Biddut, Chandra, Kaliakoir, Gazipur-1750.
  14. Middle Badda, Progoti Sharoni, 130/A, Azhar Comfort Complex (Level 8) Dhaka-1212
  15. In Mohakhali, Dhaka-1212, House # GP-JA-75/1, (3rd Floor), Mohakhali Gulshan Road, Wireless Gate, Square Center
  16. Dhaka-1206: Rahman Bhaban, Kachukhet Main Road, cantonment, House No-206/2, third floor
  17. Modhubagh Notun Rasta, 20/2/2, West Rampura (next to SHOPNO), Dhaka-1219
  18. Street-1, Section-1, Fair Plaza, Lift-10, Shilpo Plot-3, Mirpur-1, Dhaka-1216
  19. 14004 Dhaka, 4th floor, SA Tower 101, Dholaipar Bus Stand
  20. Progoti Sharani, Suvastu Nazar Valley, Gulshan, Dhaka-1212; Tower #1, Flat # 14 (F1)

নগদ কাস্টমার কেয়ার নাম্বার রাজশাহী সকল শাখা

রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত কাস্টমার কেয়ারের অবস্থানগুলো নিচে দেওয়া হল অর্থাৎ রাজশাহী বিভা এর ভেতরে অবস্থিত নগদ কাস্টমার কেয়ার গুলো ওর লোকেশন নিচে দেওয়া হলঃ

নগদ কাস্টমার কেয়ার লোকসিপুর-রাজশাহী। ঠিকানা: লোকীপুর গিটার রোড, রাজশাহী। অফিসের সময়: সকা।-৯.00 টা -.৫.০০ টা। নগদ কাস্টমার কেয়ার লোকীপুর-রাজশাহী ঠিকানা: লোকীপুর গিটার রোড, রাজশাহী অফিস সময়: সকাল 9.00টা-5.00টা।
  1. আমাজিন 4, এইচ-285, বাড়ির নাম-সোর্নালী, তালাইমারী, কাজলা, বোয়ালিয়া, জেলা-রাজশাহী
  2. আজাদ পাম্প, গোহাইল রোড, সূত্রাপুর, বগুড়া
  3. বাড়ি, হাঃ ৩৮, সুলতানাবাদ, ঘোড়ামারা, রাজশাহী
  4. Ward #4, Holding #0298, Khas Naogaon, Old Hospital Road, Southeast Bank, Naogaon Sadar, Naogaon
  5. For immediate assistance, contact 203 Gohail Road, Sutrapur, Bogra Sadar, Bogra, holding no. 203 (2nd Floor).
  6. Mahila College Ariya, Holding #58, Sadar Rasta, Jaipurhat
  7. M/s Likhan Enterprise, Sirajganj, Thanaghat, Rooppur, Shahjadpur, Kuniakhali Para Mor.
  8. M/s Nayan Enterprises, Arambagh, (Next to Mahananda Fuel Pump), Chapainawabganj Microsoft. Orin Engineers, Alobagh Mor, Pabna Road, Ishwardi
  9. M/s Tori Enterprises New Market, 2nd Floor, Bus Stand Road, Sirajganj Sadar, Sirajganj
  10. এন এম ট্রেডার্স, দিলালপুর, নারিকেল বাগান রোড, সদর, পাবনা
  11. প্রিতম ট্রেডিং, আর পি ভাবান, ১ম তলা, ২৩ পিলখানা (রোসুলার মোর), লালবাজার, সদর, নাটোর
  12. মাস্টারপাড়া, পানির ট্যাংকের পাশে, গাইবান্ধা সদর, গাইবান্ধা

নগদ কাস্টমার কেয়ার কুমিল্লা বিভাগের সকল শাখা

নিচে বর্ণিত কাস্টমার কেয়ার গুলোর নাম্বার আর হল কুমিল্লা বিভাগেরঃ
  1. নজরুল এভিনিউ, আর্টিসান নাসির সেন্টার, ৬ষ্ঠ তলা, কান্দিরপাড়, কুমিল্লা
  2. দৌলতগঞ্জ বাজার, পাইওনিয়ার সিটি নিউ মার্কেট, ৩য় তলা, লাকসাম, কুমিল্লা
  3. মায়া ট্রেড, মীর হোসেন ভিলা, বাড়ি নং ৮১, তৃতীয় তলা, জামে মসজিদ রোড, চৌদ্দগ্রাম, কুমিল্লা-৩৫০০।
  4.  কুমিল্লা, বুড়িচং বাজার, তাকওয়া প্লাজা, প্রথম তলা, অফিস রোড, পানশী এক্সপ্রেস

          ঢাকায় নগদ কাস্টমার কেয়ারে কিভাবে যোগাযোগ করবেন

          যারা ঢাকার আশেপাশেও বসবাস করেন তারা খুব সহজে তাদের কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে যে যোগাযোগ করতে পারবেন। তাছাড়াও আপনি তাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

          ইমেইলের মাধ্যমেও যদি তাদের সাথে যোগাযোগ করতে আপনি অক্ষম হন তা হলে তাদের একটি নির্দিষ্ট সময়ে লাইভ চ্যাট এর ব্যবস্থা করা আছে এবং সেই লাইভ চ্যাটে বসে আপনি তাদের থেকে সেবা গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি ঢাকাতে তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত কিছু কাস্টমার কেয়ার সার্ভিস এর লোক আছে আপনারা সেটা দেখে নিতে পারেন।

          নগদ হেল্পলাইন নাম্বারে কেন প্রয়োজন

          লক্ষাধিক টাকা একসাথে লেনদেনের জন্য আমরা নগদ ব্যবহার করে থাকি। সে ক্ষেত্রে আপনার নগদ একাউন্টে যদি কোন ক্ষতি হয় তাহলে আপনারা হেল্পলাইন নাম্বারের মাধ্যমে নগদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর সাধারণত সকল অনলাইন প্লাটফর্ম গুলি তাদের এর কাস্টমারদের ভালো সার্ভিস প্রদান করার জন্য এই হেল্পলাইন নাম্বার গুলো দিয়ে থাকে।

          তাই প্রত্যেকের উচিত এই হেল্পলাইন নাম্বার গুলি ব্যবহার করে থাকা এবং তাদের সহযোগিতা গ্রহণ করা। আর একমাত্র এই হেল্পলাইন নাম্বার গুলির মাধ্যমে তাদের সাথে দ্রুততম সময় যোগাযোগ করতে পারবেন।

          নগদ হেল্পলাইন নাম্বার

          আপনি কি নগদের হেল্পলাইন নাম্বার সম্পর্কে জানতে ইচ্ছুক তাহলে শুনুন নগদের হেল্পলাইন নাম্বারটি হলঃ Call Us. 16167 or 096 096 16167 নগদের হেল্পলাইন নাম্বার ব্যবহার করে আপনি যেকোন প্রকার তথ্য তাদের কাছ থেকে গ্রহণ করতে পারেন। আপনার নগদ একাউন্টের পিন যদি আপনি ভুলে যান তাহলে তাদের কাস্টমার কেয়ার অথবা হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে সেটিকে সঠিকভাবে ঠিক করে নিতে পারবেন।

          নগদ কল সেন্টার নাম্বার

          বিভিন্ন সমস্যার কারণে আমাদের নগদের এর কল সেন্টারের নাম্বার প্রয়োজন হয় আর তাই নগদের কল সেন্টারটির নাম্বার হলো Call Us. 16167 or 096 096 16167

          নগদ কাস্টমার কেয়ার ই-মেইল

          বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা নগদ নগদ ২০১৮ সালে নভেম্বর মাসে তাদের যাত্রা শুরু করে এ পর্যন্ত নগর প্রায় লক্ষাধিক গ্রাহক পেয়েছে। নগদের মাধ্যমে আপনি খুব সহজেই অল্প টাকায় ক্যাশ আউট করতে পারেন ক্যাশ ইনার ক্ষেত্রে নগদে কোনো চার্জ গ্রহণ করা হয় না।

          সেন্ড মানির ক্ষেত্রেও আপনি সীমিত ব্যয় আপনার কাঙ্খিত টাকাটি আপনার প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারবেন। কোন কারনে আপনি যদি আপনার নগদ একাউন্টটি নিয়ে কোন সমস্যায় ভোগেন তাহলে সরাসরি আপনি তাদের কাস্টমার কেয়ার সার্ভিসটি গ্রহণ করতে পারবেন।
          আরো পড়ুনঃ
          অর্থাৎ নগদে নিজস্ব সার্ভিস প্রদানকারী এজেন্টের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর এই যোগাযোগ করার জন্য একটি নগদের ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। আর তাই নগদ কাস্টমার কেয়ার ই-মেইলটি হলো info@nagad.com.bd.

          নগদ হেড অফিস কোথায়

          আপনি কি নগদ কাস্টমার কেয়ারের হেড অফিসের অবস্থান জানতে চান। বা একটি গুরুত্বপূর্ণ সমস্যার কারণে তাদের সাথ যোগাযোগ করতে চান তাহলে নিচের ঠিকানা টা আপনার জন্য নগদ কাস্টমার কেয়ারের এই ঠিকানাতে গেলে আপনি নগর হেড অফিসের ঠিকানা পাবেন। নগদ হেড অফিসের ঠিকানাটি হলঃ ডেল্টা ডালিয়া টাওয়ার (লেভেল ১৩ এবং ১৪), ৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা -১২১৩

          নগদ কোড নাম্বার

          নগদ কোড নাম্বারটি হল *১৬৭#. *১৬৭# নগদ কোড নাম্বারটির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এবং বাংলাদেশের যে কোন মোবাইল ফোন থেকে এক্সেস করতে পারবেন আপনার নগদ একাউন্ট। তাই বলা যায়, *১৬৭# একটি সক্রিয় নগর কোড নাম্বার।

          নগদ সেবা সমূহ

          নগদের পক্ষ থেকে ভালো সার্ভিস গ্রহণ করার জন্য আপনি সরাসরি তাদের এর কাস্টমার কেয়ারে যেতে পারেন সরকারি ছুটি ব্যক্তিত্ব অন্যান্য দিনগুলোতে নগদ কাস্টমার কেয়ার খোলা থাকে অর্থাৎ শনিবার এবং শুক্রবার বাদে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নগদ কাস্টমার কেয়ার খোলা থাকে।
          নগদ কাস্টমার কেয়ার নাম্বার - নগদ কোড নাম্বার
          সরকারি ছুটি বাদে যে কোনদিন আপনি তাদের কাস্টমার কেয়ারে গিয়ে সার্ভিস গ্রহন করতে পারবেন। গ্রাহকদের কথা মাথায় রেখে নগদ এখন সুলভ মূল্যে সকল ধরনের সেবা প্রদান করছে। আপনি নগদের মাধ্যমে সেন্ড মানি করতে পারবেন খুব সহজে। ক্যাসিনের ক্ষেত্রে নগদ কোন প্রকার চার্জ গ্রহণ করে না। মনে করেন আপনি একটি প্রত্যন্ত এলাকায় গেছেন যেখানে মোবাইল রিচার্জ করার মত কোন সুযোগ নেই।

          সেখানে আপনি খুব সহজেই নগদ ব্যবহার করে মোবাইল রিচার্জ করতে পারবেন। থেকে অথবা কার্ড থেকে আপনার নগদ একাউন্টে অ্যাড মানি করতে পারবেন। অনুরূপভাবে আপনি চাইলে নগদ থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। বাড়িতে বসে থেকে খুব সহজে আর তুমি যে কোন প্রকার বিল যেমন পানির বিল গ্যাসের বিল ইলেকট্রিসিটি বিল প্রদান করতে পারবেন এই নগদ অ্যাপ ব্যবহার করে।
          আরো পড়ুনঃ
          এছাড়া নগদ এখন ইএমআই ব্যবস্থাও রেখেছে। যার ফলে গ্রাহকদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে তারা খুব সহজেই তার কাঙ্খিত পণ্যটি ক্রয় করতে পারবে। আপনি যদি কোন ওয়েবসাইটে টাকা গ্রহণ করতে চান তাহলে আপনি নগদের মার্চেন্ট পেয়ে ব্যবহার করতে পারবেন।

          শেষ কথা

          আশা করছি আজকের পোস্ট থেকে আপনি একটু হলেও উপকার পেয়েছেন। এই পোস্টটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে আপনি নগদ কাস্টমার কেয়ার নাম্বার সংক্রান্ত বিষয় বুঝতে পেরেছেন। আমার পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এবং নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আর্টিকেলটি লিখেছেন, [মাহামুদুল হাসান জিহাদ]

          Share this post (এই পোস্ট শেয়ার করুন)

          See previous post (আগের পোস্ট দেখুন) See next post (পরবর্তী পোস্ট দেখুন)
          No one has commented on this post yet (কেউ এখনও এই পোস্টে মন্তব্য করেনি)
          Click here to comment (মন্তব্য করতে এখানে ক্লিক করুন)

          Comment in accordance with Help Crown's Privacy Policy. Every comment is reviewed.

          Help Crown - গোপনীয়তা নীতি অনুসারে মন্তব্য করুন। প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়.

          comment url