জান্নাতি ২০ সাহাবীর নাম অর্থসহ বিস্তারিত তথ্য জানুন

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আজ আমরা জান্নাতি সাহাবীদের নাম জানবো। অনেকেই আছেন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী। কিন্তু প্রয়োজনীয় সবকিছু একসাথে থাকে না বলে অনেকেরই অসুবিধা হয়।
তাই আজকে আপনাদের জন্য এই আর্টিকেলটি নিয়ে হাজির হয়েছি। আশা করছি এটি আপনাদের অনেক সাহায্য করবে। চলুন তাহলে আর দেরি না করে জান্নাতি সাহাবীর নাম অর্থসহ জেনে নেয়।

জান্নাতি ২০ সাহাবীর নাম-সাহাবীদের নাম অর্থসহ

দুনিয়াতেই যারা জান্নাত এর সুসংবাদ পেয়েছেন তারা হলেন জান্নাতি সাহাবী। ২০ জন জান্নাতি সাহাবীর তালিকা নিচে দেওয়া হলো:-
  1. আবু বকর সিদ্দিক (রাঃ)
  2. উমর ইবনুল খাত্তাব (রাঃ)
  3. হযরত খাদিজা (রাঃ)
  4. হযরত আয়েশা (রাঃ)
  5. উসমান ইবনে আফফান (রাঃ)
  6. হযরত আলী ইবনে আবু তালিব (রাঃ)
  7. হযরত ফাতিমা (রাঃ)
  8. হযরত হাফসা (রাঃ)
  9. তালহা ইবনে উবায়দিল্লাহ (রাঃ)
  10. জুবাইর ইবনুল আওয়াম (রাঃ)
  11. হযরত সুলাইম (রাঃ)
  12. হযরত গুমাইসা বিনতে মিল্লান (রাঃ)
  13. আবদুর রহমান ইবনে আউফ (রাঃ)
  14. সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)
  15. হযরত রাবী বিনতে মুয়াজ (রাঃ)
  16. হযরত সুমাইয়া (রাঃ)
  17. সাঈদ ইবনে যায়িদ (রাঃ)
  18. আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)
  19. হযরত সুরাইয়া আল আসাদিয়া (রাঃ)
  20. উম্মে হারাম বিনতে মিলাইন (রাঃ)

সর্বশ্রেষ্ঠ সাহাবীদের নামের তালিকা

‘সাহাবী’ একটি আরবি শব্দ। সাহাবী শব্দের আভিধানিক অর্থ সাথী,বন্ধু, অনুসারী,সঙ্গী,সহচর,এক সাথে জীবন যাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী। ইসলামি পরিভাষায় সাহাবী বলতে বোঝায় শেষ নবী হযরত মুহাম্মদ (স.)-এর সঙ্গী সাথীদের।
‘আল ইসাবা ফি তাময়িযিস সাহাবা’ গ্রন্থে ইবনে হাজার সাহাবিদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন,সাহাবী সেই ব্যক্তি যিনি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ (স.)- এর প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন, ইসলামের উপরে মৃত্যুবরণ করেছেন। সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের চার খলিফা। চার খলিফার নাম নিচে দেওয়া হলো:-
  1. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
  2. উমর বিন খাত্তাব (রাঃ)
  3. উসমান বিন আফফান (রাঃ)
  4. আলী বিন আবি তালিব (রাঃ)

সর্ব শেষ সাহাবীর নাম কি?

‘সাহাবি’ তাদের বলা হয়,মুমিন অবস্থায় যাঁরা মহানবী (স.)- এর সাক্ষাৎ পেয়েছেন। আবুত তুফাইল আমের বিন ওয়াসিলাহ রাদিআল্লাহু তায়ালা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সর্বশেষ সাহাবী। তিনি ১১০ হিজরি সনে ইন্তেকাল করেন।

সম্মান ও মর্যাদার দিক থেকে সাহাবায়ে কিরাম মুসলমানদের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ দল। উহুদ যুদ্ধের বছরে আবুত তুফাইল আমের বিন ওয়াসিলাহ (র.)-জন্মগ্রহণ করেন। ১১০ হিজরি সনের পরে কোনো সাহাবী ইন্তেকাল করেছেন-ইতিহাসে এমনি পাওয়া যায়নি।

ঐতিহাসিকরা এ ব্যাপারে একমত যে তাঁর মৃত্যুর পর পৃথিবীতে আর কোনো সাহাবীর বেঁচে থাকার প্রমাণ পাওয়া যায় না। আবুত তুফাইল আমের বিন ওয়াসিলাহ রাদিআল্লাহু তায়ালা আনহু পবিত্র মক্কা মুকাররমায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সুতরাং, ১১০ হিজরি সনের পর যাঁরা নিজেদের সাহাবী বলে দাবি করেছেন,তাঁরা সবাই মিথ্যাবাদী।

শ্রেষ্ঠ মহিলা সাহাবীদের নাম

যে সকল মহিলারা আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স.)-কে নিজ চোখে দেখে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের বাণী প্রচার করেছিলেন ও ঈমান আমলের সাথে মৃত্যুবরণ করেছিলেন তাদেরকেই বলা হয় মহিলা সাহাবী। নিচে কয়েকজন মহিলা সাহাবীর নাম উল্লেখ করা হলো:-

  1. আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ) - সংক্ষিপ্ত নাম- আসমা (রাঃ)
  2. উমাইয়া বিনতে আন-নাজ্জার আম আনসারী (রাঃ) - সংক্ষিপ্ত নাম- উমাইয়া (রাঃ)
  3. উম্মে আইমন (রাঃ) - সংক্ষিপ্ত নাম- উম্মে আইমন (রাঃ)
  4. আরওয়া বিনতে আব্দুল মুত্তালাম (রাঃ) - সংক্ষিপ্ত নাম- আরওয়া (রাঃ)
  5. উম্মে উমরা (রাঃ) - সংক্ষিপ্ত নাম- উম্মে উমরা (রাঃ)
  6. বারীরাহ(মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ) - সংক্ষিপ্ত নাম- বারীরাহ (রাঃ)
  7. উম্মে সুলাইম (রাঃ) - সংক্ষিপ্ত নাম- উম্মে সুলাইম (রাঃ)
  8. উম্মে ফজল (রাঃ) - সংক্ষিপ্ত নাম- উম্মে ফজল (রাঃ)
  9. হুযাইলা বিনতে হারেজ (রাঃ) - সংক্ষিপ্ত নাম- হুযাইলা (রাঃ)
  10. নাওলা বিনতে আসলাম (রাঃ) - সংক্ষিপ্ত নাম- নাওলা (রাঃ)
  11. মালীকা বিনতে উমাইমার (রাঃ) - সংক্ষিপ্ত নাম- মালীকা (রাঃ)
  12. মরিয়ম বিনতে আইয়াস আনসারী - সংক্ষিপ্ত নাম- মরিয়ম (রাঃ)
  13. লায়লা বিনতে হাকিম (রাঃ) - সংক্ষিপ্ত নাম- লায়লা (রাঃ)
  14. কাবীরা বিনতে সুফিয়ান (রাঃ) - সংক্ষিপ্ত নাম- কাবীরা (রাঃ)
  15. ফাতিমা বিনতে উমাইস (রাঃ) - সংক্ষিপ্ত নাম- ফাতিমা (রাঃ)
  16. ফারেয়া বিনতে আব্দুর রহমান (রাঃ) - সংক্ষিপ্ত নাম- ফারেয়া (রাঃ)
  17. ফাতেমা বিনতে মালেক (রাঃ) - সংক্ষিপ্ত নাম- ফাতোমা (রাঃ)
  18. ফাতেমা বিনতে খাত্তাব (রাঃ) - সংক্ষিপ্ত নাম- ফাতেমা (রাঃ)
  19. সুমাইয়া (আম্মার বিন তোইয়াসের মা) - সংক্ষিপ্ত নাম- সুমাইয়া (রাঃ)
  20. সানা বিনতে আসমা বিনতে সালত (রাঃ) - সংক্ষিপ্ত নাম- সানা (রাঃ)
  21. সাহলা বিনতে সাহল (রাঃ) - সংক্ষিপ্ত নাম- সাহলা (রাঃ)
  22. সীরীন (মারিয়া কিবতীয়ার এর বোন) - সংক্ষিপ্ত নাম- সীরীন (রাঃ)
  23. শিফা বিনতে আব্দুলাহ্ (রাঃ) - সংক্ষিপ্ত নাম- শিফা (রাঃ)

সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের-পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

ছেলেদের জন্য সাহাবিদের নামের তালিকা নিচে দেওয়া হলো:-
  1. আবু বকর অর্থ - পিতার বন্ধু
  2. উসমান অর্থ - শান্তি
  3. আলী অর্থ - উচ্চ
  4. সাঈদ অর্থ - আনন্দিত
  5. আবু উবাইদা অর্থ - উবাইদার পিতা
  6. সাদ অর্থ - সুখী
  7. যুবাইর অর্থ - জ্বলন্ত
  8. তালহা অর্থ - লম্বা
  9. উমর অর্থ - দৃঢ়তা
  10. আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব - নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর চাচা।
  11. উসমান শব্দের অর্থ জ্ঞানী, সবচেয়ে শক্তিশালী।
  12. উকবা ইবনে আমের, এখানে উকবা শব্দের অর্থ মহানবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সাথী। ইবনে অর্থ পুত্র। আমের অর্থ জীবন্ত, ধার্মিক।
  13. উসমান ইবনে আফফান, উসমান শব্দের অর্থ হলো জ্ঞান, শক্তিশালী আর ইবনে অর্থ পুত্র। আফফান শব্দের অর্থ হলো বিনয়ী, সরচারী, খাঁটি, পবিত্র।
  14. আকিল ইবনে আবি তালিব, আকাশ অর্থ চারিত্রিক, ইবনে আবু তালিব অর্থাৎ আবু তালিবের পুত্র।
  15. আওস ইবনে মিয়ার, আওস হলো এক ধরনের গাছ।

সাহাবীদের নাম অর্থসহ মেয়েদের

ইসলাম প্রচারে নারী সাহাবীদের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে নারী সাহাবীরাই ছিলেন সর্বপ্রথম।নিচে কিছু মহিলা সাহাবীদের নাম অর্থসহ দেওয়া হলো:-
  1. আসমা (রাঃ) নামের অর্থ -নামাবলী
  2. আফীফা (রাঃ) নামের অর্থ - পাক-পবিত্র
  3. আশেকা (রাঃ) নামের অর্থ - প্রেমিকা
  4. লুবাবা (রাঃ) নামের অর্থ - জ্ঞানী
  5. লুৎফুন্নাহার (রাঃ) নামের অর্থ- দিনের সভা
  6. কাছেদা (রাঃ) নামের অর্থ - সৎকাজ মুখী
  7. আনোয়ারা (রাঃ) নামের অর্থ - বহু নূরের সমষ্টি
  8. তাছলীমা (রাঃ) নামের অর্থ - আত্মসমর্পণকারী
  9. তামিমা খাতুন (রাঃ) নামের অর্থ - রক্ষাকবচ ধারিনী
  10. তাইয়েবা (রাঃ) নামের অর্থ - পবিত্রতা
  11. শাহিমা (রাঃ) নামের অর্থ - মেধাবী
  12. খায়রুন্নেছা (রাঃ) নামের অর্থ - সর্বোত্তম মহিলা
  13. খাওয়া (রাঃ) নামের অর্থ - হরিণী
  14. হাফছাহ (রাঃ) নামের অর্থ -সিংহসাবক
  15. শিফা (রাঃ) নামের অর্থ - নীরোগ
  16. জামীলা (রাঃ) নামের অর্থ - সুন্দরী
  17. ছালমা খাতুন (রাঃ) নামের অর্থ - নিরাপদ

কোরআনে বর্ণিত সাহাবীর নাম

ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হযরত যায়েদ বিন হারিসা (রাঃ)। কোরআনে বর্ণিত সাহাবী একজন তাঁর নাম যায়েদ বিন হারিসা বা,যায়েদ মাওলা মোহাম্মদ। যায়দে মাওয়া মুহাম্মদ এর উপাধি হিববু রাসূলিল্লাহ (রাসূলুল্লাহর প্রীতিভাজন), (৫৮১-৬২৯) ছিলেন ইসলাম এর নবী মুহাম্মদ - এর একজন সাহাবী ও তাঁর পালিত পুত্র।
তিনিই একমাত্র সাহাব যার নাম পবিত্র আল-কুরআন এ এসেছে।।সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে যায়েদ (রাঃ)- এর নাম অন্যতম। আল্লামা ইবনে ইসহাক (রহ.)- বলেন,রাসূলুল্লাহ (সা.) এর উপর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা (রাঃ)।

এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আলী ইবনে আবি তালিব (রাঃ)। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেন যায়েদ বিন হারিসা (রাঃ)। তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু বকর সিদ্দিক (রাঃ) । (সিরাতে ইবনে ইসহাক)

আশারায়ে মুবাশশারা সাহাবী ও তাদের নাম

পৃথিবীতে থাকতেই যে সকল সাহাবীগণ জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদেরকে একত্রে আশরায়ে মুবাশশারা বলে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা ১০ জন। নিজে তাদের নামের তালিকা দেওয়া হলো:-
  1. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
  2. হযরত উসমান ইবনে আফফান (রাঃ)
  3. হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ)
  4. হযরত উমর ফারুক (রাঃ)
  5. হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ)
  6. হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ)
  7. হযরত যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)
  8. হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ)
  9. হযরত সাঈদ ইবনে যায়িদ (রাঃ)
  10. হযরত আবু উবাইদা ইবনে জাররাহ (রাঃ)

“উ” দিয়ে পুরুষ সাহাবীর নাম অর্থসহ

“উ” দিয়ে কিছু সাহাবিদের নামের তালিকা নিচে দেওয়া হলো:-
  1. উকবা ইবনে আমির (রাঃ)
  2. উসামা ইবনে যায়িদ (রাঃ)
  3. উসমান ইবনে মাজউন (রাঃ)
  4. উকাশা ইবনে মিহসান (রাঃ)
  5. উসমান ইবনে আফফান (রাঃ)
  6. উমাইর ইবনে ওয়াহাব (রাঃ)
  7. উমাইর ইবনে আবি আমর (রাঃ)
  8. উমাইর ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)
  9. উমর ইবনুল খাত্তাব (রাঃ)

“ই” দিয়ে পুরুষ সাহাবীর নাম অর্থসহ

“ই” দিয়ে কিছু সাহাবীদের নামের তালিকা নিচে দেওয়া হলো:-
  1. ইয়াজিদ ইবনে আস সাকান (রাঃ)
  2. ইয়াজিদ ইবনে মুয়াবিয়া (রাঃ)
  3. ইয়াজিদ ইবনে সালাবা (রাঃ)
  4. ইয়াজিদ ইবনে কায়স (রাঃ)
  5. ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান (রাঃ)
  6. ইয়াজিদ ইবনে আমির (রাঃ)
  7. ইয়াস ইবনে আবুল বুকায়ব (রাঃ)
  8. ইকরিমা ইবনে আবি জাহল (রাঃ)
  9. ইব্রাহিম ইবনে মুহাম্মদ (রাঃ)

“র” দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

“র” দিয়ে কিছু সাহাবীদের নামের তালিকা নিচে দেওয়া হলো:-
  1. রাফে ইবনে খাদিজ (রাঃ)
  2. রাফি ইবনে ইয়াজিদ (রাঃ)
  3. উম্মে সুলাইম বিনতে মিলহান (রাঃ)
  4. রুকাইয়াহ্ বিনতে মুহাম্মদ (রাঃ)
  5. রায়হানা বিনতে জায়েদ (রাঃ)
  6. রামালাহ বিনতে আবি সুফিয়ান (রাঃ)
  7. রুফাইদা আল আসলামিয়া (রাঃ)
  8. রাবিয়া ইবনে আল-হারিস (রাঃ)
  9. রিফায়া ইবনে আবদুল মুনযির (রাঃ)

“স” দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

“স” দিয়ে কিছু সাহাবীদের নামের তালিকা নিচে দেওয়া হলো:-
  1. সাদ ইবনে উবাদা (রাঃ)
  2. সাদ ইবনে মুয়াজ (রাঃ)
  3. সাদ ইবনে রাবি (রাঃ)
  4. সাদ ইবনে খাইসামা (রাঃ)
  5. সাদ ইবনে যায়িদ (রাঃ)
  6. সাদ ইবনে হাবতা (রাঃ)
  7. সাইদ ইবনুল আস (রাঃ)
  8. সাদ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ)
  9. সাদ ইবনে যায়িদ আশহালি (রাঃ)
  10. সুলাইমান ইবনে সুরাদ (রাঃ)
  11. সুমামা ইবনে উসাল (রাঃ)
  12. সুহাইল ইবনে আমর (রাঃ)
  13. সুওয়াইবা আল-আসলামিয়াহ (রাঃ)
  14. সুরাকা ইবনে মালিক (রাঃ)
  15. সায়িব ইবনে খাল্লাদ (রাঃ)
  16. সাহলে ইবনে হানিফ (রাঃ)
  17. সাহলে ইবনে সাদ (রাঃ)
  18. সালামা ইবনে হিশাম (রাঃ)
  19. সালামা আবু হাসিম (রাঃ)
  20. সালমান আল ফারিসী (রাঃ)

“আ” দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

“আ” দিয়ে কিছু সাহাবিদের নামের তালিকা নিচে দেওয়া হলো :-
  1. আদি ইবনে হাতিম (রাঃ)
  2. আদি ইবনে আয যাগবা (রাঃ)
  3. আদ্দাস (রাঃ)
  4. আত্তাব ইবনে সালিম আত তায়মী (রাঃ)
  5. আত্তাব ইবন আসাইদ (রাঃ)
  6. আকিল ইবনে আবি তালিব (রাঃ)
  7. আকরাম ইবনে আবিল আরকাম (রাঃ)
  8. আওস ইবনে সালাবা (রাঃ)
  9. আওস ইবনে জুবায়ের (রাঃ)
  10. আওস ইবনে মিয়ার (রাঃ)
  11. আওস ইবনে সাবিত (রাঃ)
  12. আওস ইবনে খালিদ ইবনে কুরত (রাঃ)
  13. আওস ইবনে খালিদ (রাঃ)
  14. আওস ইবনে আস সামিত (রাঃ)
  15. আওস ইবনে মালিক (রাঃ)
  16. আউস ইবনে খাওলা (রাঃ)
  17. আইয ইবনে সাইদ (রাঃ)
  18. আইযুল্লাহ ইবনে উবাইদুল্লাহ (রাঃ)
  19. আইয ইবনে মাইস (রাঃ)
  20. আইয ইবনে মাইস (রাঃ)
  21. আইয়াস ইবনে রাবিয়া (রাঃ)
  22. আনাস ইবনে নাদার (রাঃ)
  23. আনাস ইবনে মালিক (রাঃ)
  24. আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ)
  25. আবদুল্লাহ ইবনে জাহাশ (রাঃ)
  26. আবদুল্লাহ ইবনে উমর (রাঃ)
  27. আবদুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে আতিক (রাঃ)
  28. আবদুল্লাহ ইবনে আবু বকর (রাঃ)
  29. আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)
  30. আবদুল্লাহ ইবনে সালাম (রাঃ)

“ম” দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

“ম” দিয়ে কিছু সাহাবীদের নামের তালিকা নিচে দেওয়া হলো:-
  1. মাজমা ইবনে জারিয়া (রাঃ)
  2. মাজাসি ইবনে মাসউদ (রাঃ)
  3. মালিক ইবনে হুয়াইরিস (রাঃ)
  4. মাসলামা ইবনে মুখাল্লাদ (রাঃ)
  5. মাহজা ইবনে সালেহ (রাঃ)
  6. মুয়াজ ইবনে জাবাল (রাঃ)
  7. মিকদাদ ইবনে আমর (রাঃ)
  8. মিসতাহ ইবনে উসাসা (রাঃ)
  9. মিহজান ইবনুল আদরা (রাঃ)
  10. মিহরায ইবনে নাদলা (রাঃ)
  11. মুগীরা ইবনে শুবা (রাঃ)
  12. মুনযির ইবনে আমর (রাঃ)
  13. মুয়াইকিব ইবনে আবু ফাতিমা (রাঃ)
  14. মালিক ইবনে আনাস (রাঃ)
  15. মুকতার আল সাকাফি (রাঃ)

“ল” দিয়ে পুরুষ সাহাবীদের নাম অর্থসহ

“ল” দিয়ে কিছু সাহাবীদের নামের তালিকা নিচে দেওয়া হলো:-
  1. লুবায়নাহ্ (রাঃ)
  2. লুবাবা বিনতে আল হারিস (রাঃ)
  3. লাবিদ (রাঃ)
  4. লায়লা বিনতে আল-মিনহাল (রাঃ)

লেখকের শেষ কথা

আশা করছি এই আর্টিকেলটি আপনাদের জ্ঞানতৃষ্ণা মেটাতে সক্ষম হবে। আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর তথ্য আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে আপনাদের পরিশ্রম লাঘব করাই আমাদের মূল উদ্দেশ্য।

এরকম আরও নতুন নতুন তথ্যবহুল এবং সময়োপযোগী তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নিয়মিত পালিত ও সিয়াম পালন করুন। ধন্যবাদ।

Share this post (এই পোস্ট শেয়ার করুন)

See previous post (আগের পোস্ট দেখুন) See next post (পরবর্তী পোস্ট দেখুন)
No one has commented on this post yet (কেউ এখনও এই পোস্টে মন্তব্য করেনি)
Click here to comment (মন্তব্য করতে এখানে ক্লিক করুন)

Comment in accordance with Help Crown's Privacy Policy. Every comment is reviewed.

Help Crown - গোপনীয়তা নীতি অনুসারে মন্তব্য করুন। প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়.

comment url